Wellcome to National Portal
 
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট,  তালগাছি, শাহজাদপুর,  সিরাজগঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সুস্বাগতম!



রূপকল্প ও অভিলক্ষ্য


                                                                                                                                                                                        

   

রূপকল্পঃ 

   

টেক্সটাইল সেক্টরের ফ্লোর লেভেলে দক্ষ জনবল সরবরাহের মাধ্যমে নিরাপদ, শক্তিশালী, প্রতিযোগিতা সক্ষম ও জেন্ডার সমতাভিত্তিক স্মার্ট বস্ত্র খাত গড়ে তোলা।

   

অভিলক্ষ্যঃ

   

সামজিক ও আর্থিকভাবে অনগ্রসর পরিবারের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত সম্প্রদায় (বিশেষ করে রক্ষণশীল মেয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের) গুণগত মানসম্পন্ন কারিগরি এবং বৃত্তিমূলক টেক্সটাইল শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বস্ত্র শিল্পের ফ্লোর লেভেলের জেন্ডার সমতাভিত্তিক দক্ষ জনবল সরবরাহের মধ্য দিয়ে এই খাতকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর লালিত স্বপ্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ এবং সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সহযোগী ভূমিকা পালন করা।