Wellcome to National Portal
 
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট,  তালগাছি, শাহজাদপুর,  সিরাজগঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সুস্বাগতম!



উইভিং

উইভিং কাকে বলে?

উইভিং কাকে বলে – কথাটির সহজ উত্তর হল ইহা এমন একটি প্রক্রিয়া যেখানে সমকোনে দু’টি ইয়ার্নের পরস্পর interlacing বা মিশে যাওয়ার মাধ্যমে কাপড় বা ফেব্রিক উৎপাদন হয়।আমরা জানি, প্রাকৃতিক বা কৃত্রিম কোন ফাইবারকে প্যাচানোর (twisting) এর মাধ্যমে ইয়ার্ন তৈরি হয়। এই ইয়ার্ন থেকেই উইভিং প্র্রক্রিয়ায় ফেব্রিক তৈরি হয়।

কাপড় তৈরির আরোও অন্যান্য পদ্ধতি রয়েছে যেমন নিটিং (knitting), ফেল্টিং (felting), ব্র্যাইডিং (braiding) ইত্যাদি।

উইভিং কাজের জন্য যে দু’ ধরণের ইয়ার্ণের প্রয়োজন হয় তার একটি ভার্টিকাল বা লম্বালম্বি রেখা বরাবর থাকে এবং অপরটি হরিজোন্টালি বা অনুভূমিক রেখা বরাবর থাকে। কাপড়েরর ভার্টিকাল ইয়ার্নকে র‌্যাপ (wrap) বলা হয় এবং হরিজোন্টাল ইয়ার্নকে ওয়েফ্ট (weft) বলা হয়। যে পদ্ধতি এই দুই সেট একত্রে মেশানো হয় তার উপরি নির্ভর করে উভেন কাপড়ের গুনগত মান।

যে মেশিনের সাহায্যে কাপড় উইভিং করা হয় বা কাপড় বোনা হয় তাকে টেক্সটাইল লুম বলে। এই লুম হচ্ছে এক প্রকার ডিভাইস। এর সাহায্যে wrap ইয়ার্নগুলে উলম্ব রেখা বরাবর যথাস্থানে আটকিয়ে রেখে তার ভিতর দিয়ে weft ইয়ার্নগুলেকে প্রবেশ করিয়ে জালের মত বোনা হয়।

উপরের আলোচনা থেকে উইভিং এর সঙ্গা আরোও পরিস্কার ভাবে দেওয়া যায়। যেভাবে wrap এবং weft ধরণের ইয়ার্ন একটির সাথে অপরটি মেশানো হয় তাকেই উইভিং বলে।

বেশীরভাগ ওভেন ফেব্রিক দুই পদ্ধতিতে উৎপাদন করা হয় যেমন- প্লেইন উইভ, সাটিন বা টুইল উইভ। উভেন জাতীয় কাপড় এক রঙ দিয়ে সাদাসিদে ভাবেও তৈরি করা যায় আবার  একাধিক রঙ দিয়ে জাকজমকভাবেও তৈরি করা যায়।